গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুসহ বিএনপি নেতাকর্মীদের বাসায় ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত এ অভিযান চলে। উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, পৌর যুবদলের সভাপতি ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ হীল মারুফ পলাশসহ বিভিন্ন এলাকার নেতার্কীদের বাসায় এ অভিযান চালায় গাংনী থানা পুলিশ। তবে এ সময় নেতৃবৃন্দ বাসভবনের বাইরে অবস্থান করায় গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছেন। পরে গতকাল সন্ধ্যায় আব্দুল্লাহীল মারুফ পলাশকে আটক করে থানায় নেয় পুলিশ। তার নামে সুনির্দিষ্ট কোনো মামলা নেই। তাকে গ্রেফতার করা হবে কি-না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পুলিশ। রাতের অভিযানের পর থেকে বিএনপি নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।
ইস্যুবিহীন গেফতার অভিযানের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন। তিনি এক প্রতিবাদ লিপিতে আরো বলেছেন, বাকশাল কামেয় করে এক দলীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারী পেটুয়াবাহিনী দিয়ে দমন নিপিড়ন চালাচ্ছে। এতে মনোবল না হারিয়ে দুর্বার আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। রাজপথে সক্রিয় অংশগ্রহণের মধ্যদিয়ে হরতালসহ দলীয় সকল কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।