ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়নের গোপিনাথপুর ইটভাটাপাড়ায় গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারটির পরনের কাপুড়টুকু বাদে, বাড়ির সমস্ত মালামাল ভস্মীভূত হয়েছে।
জানা যায়, গোপিনাথপুর খালের ধারে মৃত. সিদ্দিক আলীর ছেলে দিনমুজুর খোকন আলীর বাড়িতে সকাল ১০টার দিকে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা রান্নাঘরসহ বসতঘরের চারপাশে ছড়িয়ে পড়ে সমস্ত আসবাবপত্র, লেপকাঁথা, পোশাক, ঘরের পাশে রাখা পাটখাটির গাদাসহ গত পরশু লোন তুলে আনা নগদ টাকা আগুনে পুড়ে ভস্মীভূত হয়।
এলাকাবাসী বলেন, আগুনের লেলিহান শিখা যেভাবে ধেয়ে আসছিলো নভাতে গিয়ে অনেকেই আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী আরো জানায়, খোকন লোন তুলে দিনমুজুরি করে তিন মেয়ে এক ছেলে ও স্ত্রী নিয়ে ওই বাড়িতেই থাকতো নিয়তির খেলা আগুনের লেলিহান শিখা তার থাকার ঘরটিসহ সবকিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেল। ঘরটি নির্মাণ করার সহায়তায় জন্য এলাকার বৃত্তবান ও সরকারের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।