চুয়াডাঙ্গায় প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার: প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার  দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

দিনের ভালোকাজ হিসেবে প্রথম আলোর প্রতিনিধি ও বন্ধুসভার সদস্যরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন চুয়াডাঙ্গার কণ্ঠশিল্পী মোক্তার হোসেনের সাথে দেখা করে চিকিৎসার খোঁজখবর নেয়ার পাশাপাশি একমাসের ওষুধ প্রদান করেন। এরপর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে চুয়াডাঙ্গায় কর্মরত সংবাদপত্র বিক্রয়কর্মীদেরকে মিষ্টিমুখ করানো হয়। এ সময় স্থানীয় সংবাদপত্র এজেন্ট সিদ্দিক আলী খাঁন ও রাজীব হাসান কচি উপস্থিত ছিলেন।

বিকেল সাড়ে ৩টার দিকে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলো বন্ধুসভা চুয়াডাঙ্গার সভাপতি মাবুদ সরকার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইসরাফিল, জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল আরেফিন, রফিকুল ইসলাম ও উদীচীর প্রতিনিধি কাজল মাহমুদ। আলোচনা শেষে কবিতা আবৃত্তি করেন মরিয়ম শেলী। সঙ্গীত পরিবেশন করেন কানাডা প্রবাসী শিল্পী শফিকুল ইসলাম ও শামীমা খাতুন।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল ৯ নভেম্বর কেক কাটা, মিষ্টি বিতরণ, আলোচনাসভা ও প্রতিবন্ধীদের হাতে শীতবস্ত্র তুলে দেয়ার মধ্যদিয়ে ঝিনাইদহে পালিত হলো প্রথম আলো’র ১৫ বছরপূর্তি অনুষ্ঠান। গতকাল শুক্রবার প্রথম আলো’র বন্ধুসভা ঝিনাইদহ এ সকল অনুষ্ঠানের আয়োজন করে।

বেলা ৩টার দিকে ঝিনাইদহ প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন বন্ধুসভার সভাপতি সাইক-আল জামি লিশন। বক্তব্য রাখেন এম. সাইফুল মাবুদ, নিজাম জোয়ার্দ্দার বাবলু, শাহীনুর আলম লিটন, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান প্রমুখ। উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাব সহসভাপতি আমিনুল ইসলাম লিটন, যুগ্মসম্পাদক আসিফ ইকবাল কাজল, এম. রবিউল ইসলাম রবি, আসিফ ইকবাল মাখন, শাহনেওয়াজ খান সুমন, নাসিম আনসারী, রাজিব হাসান প্রমুখ।