মেহেরপুর অফিস: আজ শনিবার মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে মেহেরপুর শহরের ওয়াপদার মোড়সহ জেলার বিভিন্ন স্থানে চলছে উৎসবের আমেজ। পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোটারা প্রস্তুত। সকাল ৮টা থেকে বিরতীহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলবে নির্বাচন। নির্বাচনে ৮৬১ জন ভোটার ১১টি পদের মোট ১২ জন সদস্যের মধ্যে থেকে পছন্দের ৯ জনকে নির্বাচিত করবেন।
মেহেরপুর জেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক শিক্ষক রাহিনুর জামান পোলেন জানান, নির্বাচনের প্রস্তুতি শেষ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিয়েছেন। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন এমনটি আশা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনের পূর্বেই গুরুত্বপূর্ণ ৩টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।