মাথাভাঙ্গা মনিটর: আগামী জাতীয় সংসদ নির্বাচন বয়কট না করতে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের পর ইইউ রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের এ কথা জানান। উইলিয়াম হানা বলেন, বাংলাদেশের রাজনীতিতে চলমান সংকট সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ দিয়েছে ইইউ।