ক্রীড়া প্রতিযোগিতা: চুয়াডাঙ্গায় এয়ারটেল রাইজিং স্টার ফুটবল প্রতিযোগিতা ও খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহসভাপতি চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় উপস্থিত ছিলেন ডিএফ’র সভাপতি রফিকুল ইসলাম, বদর খান, মতিয়ার রহমান, সাইদুর রহমান মালিক, হামিদুর রহমান সন্টু, সরোয়ার হোসেন মধু, আশরাফ জোয়ার্দ্দার সাবু প্রমুখ। এয়ারটেল কর্তৃপক্ষ জানিয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার রেজিস্ট্রেশনকৃত ৩২টি টিম এ বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৩ তিনব্যাপি অনুষ্ঠিত এ প্রতিযোগিতা চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় মেধা সম্পন্ন ফুটবল খেলোয়াড় বাছাই করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তিন জন চৌকশ ফুটবল প্রশিক্ষক মাঠে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন। তারা হলেন শেখ শুক্কুর মোহাম্মদ টোটাম, কেএম জাবিদ হোসেন অপু, মাসুদ পারভেজ কায়সার ও ইন্টারস্পিডের কো-অর্ডিনেটর শফিকুল ইসলাম বাবু। এ প্রতিযোগিতা থেকে গতকাল প্রথম দিন ইয়েস কার্ড পেয়েছে ১৪ জন ফুটবলার। এরা হলো রানা হামিদ, আল-জুবাইর, সাজিদুল ইসলাম, মহন আলী, আব্দুল্লাহ-আল-মুবিন হৃদয়, পারভেজ, শাহারিয়ার সুলতান প্রিন্স, আশিকুর রহমান, সাকিব জোয়ার্দ্দার, হাসিব হোসাইন, জুয়েল মিয়া, রিপন হোসেন, শ্রী-চন্দন কুমার দত্ত ও সামিয়েল জাবের রিয়াদ। গতকালের চ্যাম্পিয়ন দল এমএ বারী মাধ্যমিক বিদ্যালয়।