গাংনীর আমতৈল থেকে তিন বিএনপি সমর্থক গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আমতৈল গ্রাম থেকে বিএনপি সমর্থক চাঁদ মিয়া, আবুল হোসেন ও স্বপন আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ তাদের গ্রেফতার করে গাংনী থানা পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার গাংনী থানা পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে মেহেরপুর আদালতে সোপর্দ করেছে। গাংনী থানার একটি মামলার সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে চলমান আন্দোলন সংগ্রাম বানচাল করার জন্য বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। মেহেরপুর জেলা বিএনপি সভাপতি সংসদ সদস্য আমজাদ হোসেন ও গাংনী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত ওই তিনজনের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।