স্টাফ রিপোর্টার: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। আজ সকাল ১০টায় জেএসসির ইংরেজি ১ম পত্র এবং জেডিসির আরবি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু হরতালের কারণে দুটি পরীক্ষা পেছানো হয়। ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা যথাক্রমে ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। ২০ নভেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় ১৯ লাখ ২ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে ৩ লাখ ১৫ হাজার ৪৩৩ জন পরীক্ষায় অংশ নিবে। এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।