মেহেরপুর অফিস: গত সোমবার রাত ১টার দিকে মেহেরপুর শহরের ডোমপাড়ায় ৩টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমার আঘাতে আহত হয়েছে কালুর ছেলে মানিক। তাকে মেহেরপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
মানিক সাংবাদিকদের জানান, ওই রাতে ১০/১২ জনের একদল ডাকাত তার বাড়িতে প্রবেশ করে নগদ ৫ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে যায়। একই সময় ডাকাতদল বাড়ির লোকজনদের মারধর করে। কালু, রাজকুমার, রতন, মুক্তা ও ববি আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ডাকাতদল ফিরে যাওয়ার পথে ৩টি বোমার বিস্ফোরণ ঘটায়। বোমার আঘাতে মানিক আহত হন। এদিকে মেহেরপুর সদর থানা পুলিশ জানায়, এ ঘটনা তাদের জানা নেই এবং থানায় কেউ অভিযোগ দাখিল করেনি।