আলমডাঙ্গা থানা পুলিশের অভিযান : মাদকব্যবসায়ীসহ পাঁচজন গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন গ্রাম থেকে মাদকব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই টিপু সুলতানের নেতৃত্বে পুলিশ আলমডাঙ্গার বেশ কয়েকটি গ্রামে পৃথক অভিযান চালায়। অভিযানকালে ফুলবগাদীর আনিছুরের ছেলে জাসিদ (৩০), পাইকপাড়ার মৃত তৈয়ব আলির ছেলে আনিছ, রামদিয়ার মৃত ছামসুদ্দিনের ছেলে মবা (৪৫) ও খেজুরতলার মাহাতাবের ছেলে মতিয়ারকে (৫০) বিভিন্ন অভিযোগে গ্রেফতার করে। এ সময় মতিয়ারের নিকট থেকে ড্রামভর্তি বাংলা মদ, ৮ বোতল স্পিরিট ও মুরগির ঘরের ভেতর লুকিয়ে রাখা গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়াও এসআই আনিস রাতে মুন্সিগঞ্জের দক্ষিণ গোবিন্দপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে তসলিম নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকালই আদালতে সোপর্দ করা হয়েছে।