স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টির টিকেট বিক্রি শুরু হবে আজ মঙ্গলবার থেকে। আগামীকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মতিঝিল প্রধান শাখা, গুলশান, নয়াবাজার, সোনারগাঁও, মিরপুর ও ধানমন্ডি শাখায় টিকেট পাওয়া যাবে। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচের হসপিটালিটি বক্স পাঁচ হাজার, ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড এক হাজার, আন্তর্জাতিক গ্যালারি ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ড ২০০, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড ১০০ এবং পূর্ব স্ট্যান্ডের টিকেট ৫০ টাকা।
এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডে ও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডের টিকেট না পেয়ে ভাঙচুর করেছিলো ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা।