গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গড়ির বিলে চরমপন্থি দলের সদস্য জুবায়ের হোসেনকে (৩২) জবাই হত্যা করেছে দুর্বত্তরা। সোমবার সকাল নয়টার দিকে লাশ উদ্ধার করেছে পুলিশ। জুবায়ের হোসেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শালিকা গ্রামের শুকুর মিস্ত্রির ছেলে এবং চরমপন্থি দলের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।