জীবননগরে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গার জীবননগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে জীবননগর বাজারে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারতৃত সাইফুল ফেনসিডিল মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

থানা সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের শামসুল হকের ছেলে সাইফুল ইসলাম ফেনসিডিল চোরাচালানী। তার বিরুদ্ধে ফেনসিডিল পাচারের দায়ে মামলা দায়ের করা হয়। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাইফুল দীর্ঘদিন পলাতক ছিলো। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এএসআই সিরাজ সঙ্গীয় ফোর্স নিয়ে সন্তোষপুরে অভিযান চালিয়ে সাইফুল ইসলামকে গ্রেফতার করেন। পুলিশ জানায় গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আদালত