স্টাফ রিপোর্টার: ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেয়ার মেয়াদ আরো এক মাস বাড়ানো হচ্ছে। এ বিষয়ে ইতোমধ্যে অর্থমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেয়াদ বাড়ানোর ঘোষণা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
স্বাভাবিক নিয়মে সেপ্টেম্বরের ৩০ তারিখ রিটার্ন দাখিলে কোনরকম জরিমানা দিতে হয় না; কিন্তু রিটার্ন দাখিল কম হওয়ায় বরাবরের ন্যায় এবারো প্রথম দফায় সময় এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। তবু প্রত্যাশার অর্ধেক রিটার্নও জমা পড়েনি। ফলে বাধ্য হয়েই আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
গতকাল বুধবার এনবিআর সদস্য সৈয়দ আমিনুল করিম বলেন, বাস্তবতা বিবেচনায় নিয়ে রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইনে টিআইএন ব্যবস্থা প্রবর্তনের ফলে সৃষ্ট ঝামেলা, ঈদ-পূজার ছুটি ও হরতালের সময় বাড়ানোর জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ইতোমধ্যে এনবিআরকে অনুরোধ জানিয়েছে। এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০১২-১৩ অর্থ বছরে ১১ লাখ ৬৪ হাজার রিটার্ন দাখিল হয়েছিলো। এর আগের বছর এর পরিমাণ ছিলো ১০ লাখ ৫৬ হাজার। চলতি বছর এটি অন্তত ১২ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করেছিলো এনবিআর; কিন্তু এ সংখ্যা ৫ লাখেও পৌঁছেনি।