জিরো ডিগ্রিতে অভিনয় করছেন জয়া

 

স্টাফ রিপোর্টার: টিভিনাটক নির্মাতা অনিমেষ আইচের বাণিজ্যিক চলচ্চিত্র ‘জিরো ডিগ্রি’তে অভিনয় করছেন জয়া আহসান। এতে আরও অভিনয় করছেন তারিক আনাম, টেলি সামাদ, মাহফুজ আহমেদ, দিলরুবা ইয়াসমিন রুহী, ইফতেখার জাইব, ইরেশ জাকের, লায়লা হাসান, মীর রাব্বি, শিরিন আলম প্রমুখ। সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা অনিমেষ। ১ নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।

এর চিত্রগ্রহণ করবেন নেহাল কোরেশি, শিল্প নির্দেশক মারুফ ইবনে সাইদ, পোশাক পরিকল্পনা করছেন নাসরিন সরকার টুনটুন, রূপসজ্জা করছেন মোহাম্মদ ফারুক। এর একটি গান করেছেন খৈয়াম সানু সন্ধি। এতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও সন্ধি। চলচ্চিত্রটির কিছু দৃশ্যধারণ করা হবে সিঙ্গাপুরে। ঢাকার একটি রেস্টুরেন্টে ২৯ অক্টোবর দুপুরে অনুষ্ঠিত সিনেমার মহরত অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয় নতুন প্রযোজনা প্রতিষ্ঠান প্লে হাউসের প্রথম সিনেমা একজন নাট্য নির্মাতা তৈরি করলেও সেটি হবে একটি বাণিজ্যিক সিনেমা।