আলমডাঙ্গায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

আলমডাঙ্গা ব্যুরো: গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানা পুলিশ কালিদাসপুর ব্রিজমোড়ে অভিযান চালিয়ে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি লিটনকে গ্রেফতার করেছে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা  গেছে, আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের আব্দুল কাদের ওরফে ফাকের আলীর ছেলে লিটন(৩২) যৌতুক মামলার পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। গতকাল সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এএসআই খাইরুল ইসলাম অভিযান চালিয়ে কালিদাসপুর ব্রিজমোড় থেকে লিটনকে গ্রেফতার করেন। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।