কালীগঞ্জে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই

 

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর হোসেন মধুগঞ্জ বাজার এলাকার আইয়ুব হোসনের ছেলে। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা মিথুন জানান, রাত ৯টার দিকে জাহাঙ্গীর যশোর থেকে কালীগঞ্জে ফিরছিলেন। এ সময় যশোর-কালীগঞ্জ সড়কের ফুলবাড়ি গেট এলাকায় একদল ছিনতায়কারি তাকে কুপিয়ে ব্যবহৃত পালসার মোটরসাইকেলটি ছিনতারই করে পালিয়ে যায়। কালীগঞ্জ উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল আজিম আনার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত জাহাঙ্গীরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকেটারাই তাকে কুপিয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন মোল্লাহ জানান, তিনি বিষয়টি লোকমুখে জানলেও এখনো ছাত্রলীগের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।