স্টাফ রিপোর্টার: টিভি পর্দার সিনিয়র নির্মাতা মোহন খান এবার চলচ্চিত্র নির্মাণ করছেন। নিজের লেখা ‘সীমানায় তুমি’ উপন্যাস অবলম্বনে তিনি নির্মাণ করছেন সিনেমাটি। সিনেমার নামও সীমানায় তুমি। সিনেমাটি তার প্রতিষ্ঠান গাঙচিলের ব্যানারে নির্মিত হচ্ছে।
এ বিষয়ে মোহন খান গ্লিটজকে বলেন, চলচ্চিত্র নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শেষ। আগামী মাসেই এ সিনেমার শুটিং শুরু হবে। মোহন খান আরও জানান, সিনেমায় কারা অভিনয় করবেন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এখনও।
বর্তমানে টিভিপর্দার জন্য তিনি নির্মাণ করছেন নাটক ‘সমুদ্র দুয়ারে’। এ নাটকের গল্প আবর্তিত হয়েছে তিন বন্ধুর ঘটনা নিয়ে। দুই বিবাহিত বন্ধু তাদের অবিবাহিত বন্ধুকে নিয়ে নানা ঝামেলা পোয়ায়। বিপথগামী বন্ধুকে সুপথে ফেরাতে গলদঘর্ম হয় তারা। হাস্যরসে ভরপুর এ নাটকে অভিনয় করছেন হিল্লোল, নওশীন, সাব্বির, শাহরিয়ার নাজিম জয়, মিমো, সিদ্দিক প্রমুখ। বিজয় দিবসের জন্য একটি টেলিফিল্মও নির্মাণ করবেন বলে জানান তিনি।