দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ভারতীয় বাংলামদ ও ফেনসিডিলসহ আটক দামুড়হুদা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার জালাল উদ্দিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল রোববার দামুড়হুদা থানা পুলিশ আটক জালাল মেম্বারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের মৃত আলম মণ্ডলের ছেলে ইউপি সদস্য জালাল উদ্দিনকে থানা পুলিশ তার নিজ বাড়িতে মাদক বেচাকেনা করার সময় তাকে হাতেনাতে আটক করে। এ সময় তার স্ত্রী লিলি বেগম পালিয়ে যায়।