মুজিবনগর প্রতিনিধি: ১শ গ্রাম গাঁজাসহ কুয়াশা (২৫) নামের এক মাইক্রোচালককে গ্রেফতার করেছে মুজিবনগর থানা পুলিশ। গতকাল শনিবার রাত ৮টার দিকে কেদারগঞ্জ বাজার মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার মিলন হোসেনের ছেলে।
মুজিবনগর থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম চট্টোপাধ্যায় ও এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারগঞ্জ মোড়ে অবস্থান করছিলেন। এ সময় মেহেরপুরগামী একটি মাইক্রোবাস তল্লাশি করে চালক কুয়াশাকে ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ সেই সাথে মাইক্রোবাসটি জব্দ করা হয়। এসআই উত্তম জানিয়েছেন, চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকা থেকে গাঁজা কিনে মেহেরপুর শহরের উদ্দেশ্যে যাচ্ছিলো কুয়াশা। গত রাতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।