ঝিনাইদহ অফিস: উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী মান্না দে’র স্মরণে ঝিনাইদহে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। এ গুণী শিল্পীর স্মরণে ঝিনাইদহের চারুগৃহ আর্ট স্কুল গতকাল শনিবার বিকেল ৪টায় এ সভার আয়োজন করে। সভার শুরুতে মান্না দে’র আত্মার মঙ্গল কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আল মামুন, গণশিল্পী সংস্থার সভাপতি উপাধ্যক্ষ আবদুস সালাম, উদীচী সভাপতি তোফাজ্জেল হোসেন লস্কর, ফুলকি সমন্বয়ক নেহাল উদ্দীন আহম্মেদ সোহেল, কবি অতীন অভীক এ শিল্পীকে নিয়ে আলোচনা করেন। চারুগৃহ আর্ট স্কুলের পরিচালক আরেফিন অনুর পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।