স্টাফ রিপোর্টার: ক্ষুধা ও দারিদ্র্যতা দূরীকরণে ভারত ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে (জিএইচআই) এ তথ্য প্রকাশ করা হয়েছে। যা প্রকাশ করেছে আন্তর্জাতিক খাদ্য নীতিমালা গবেষণা পরিষদ। জিএইচআই তাদের রিপোর্টে ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে পাকিস্তানকে বাংলাদেশের কাছ থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে। এক সময় ক্ষুধা ও দারিদ্র্যতা আর ঝড় ঝঞ্ঝার দেশ বলে পরিচিত বাংলাদেশ আজ এসব দুষ্টচক্রতে পেছনে ফেলেছে পার্শ্ববর্তী ভারত পাকিস্তানকেও। অর্থাৎ ভারত পাকিস্তানের চেয়েও ক্ষুধা, দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণ সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে উন্নতি সাধন করেছে বাংলাদেশ।
বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে অর্ধ শতাব্দীরও কম সময়। তারপরও দেশটি পাকিস্তানতো বটেই ক্ষুধা-দারিদ্র্যতা আর অপুষ্টি দূরীকরণ সূচকে পেছনে ফেলেছে ভারত, নেপাল শ্রীলঙ্কাকেও। এমকি পাকিস্তান যেখানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি, সেখানে বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত রেখে দেখিয়েছে। অবশ্য ১৯৯০ সালের পর থেকেই বিশ্বব্যাপি ক্ষুধার্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) জানিয়েছে, বিশেষ করে আফ্রিকা ও সাব-সাহারা দেশগুলোতে পৃথিবীতে সবচেয়ে ক্ষুধা বিদ্যমান। আর বিশ্বব্যাপি এখনও ক্ষুধার্ত থাকে ৮৭ কোটি মানুষ।