কক্সবাজারের চকরিয়ায় বিজিবির গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। তারা সহোদর এবং ছাত্রদলের কর্মী বলে জানা গেছে। তবে কক্সবাজার পুলিশ সুপার আজাদ মিয়া দুইজনের নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।এদিকে শুক্রবার পুলিশের গুলিতে চাদপুরে একজন এবং নীলফামারীতে আরেকজন ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে চাদপুরের ফরিদগঞ্জে শনিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। কক্সবাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে ছাত্রদল।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিছিলটি লক্ষ্য করে চকরিয়া আওয়ামী লীগ সভাপতি জাফর আলম ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আজাদের নেতৃত্বে ১৪ রাউন্ড গুলি চালায় নেতাকর্মীরা। কক্সবাজারের চকরিয়ায় বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের পৃথক সমাবেশকে ঘিরে নাশকতার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ১২টায় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ আদেশ দেন।নিহতরা হলেন উপজেলা হালকাকারা ২ নং ওয়ার্ডের বাদশা এবং কাকারা এলাকার মিজানুর রহমান। এ ঘটনায় অর্ধশত বিএনপি ছাত্রদলের নেতাকর্মী আহত হন। এদিকে উপজেলার খুটাখালি স্টেশনে দুপুর ১২টায় বিএনপির একটি মিছিল চলাকালে ফাঁকা গুলি ছোড়ে স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।