খাইরুজ্জামান সেতু/উজ্জ্বল মাসুদ: চুয়াডাঙ্গায় ঈদ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা ভি.জে স্কুল অডিটরিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। ‘আমার কজন’ আয়োজনে কনসার্টে দেশাত্মবোধ গানে নৃত্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর গান পরিবেশন করেন জেলা মহিলা লীগের সেক্রেটারি মাহামুদা জামান পলি। তারপর গান পরিবেশন করেন লণ্ডন প্রবাসী শরীফ, করবী ও জেরিন। গান পরিবেশন করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সালেহ উদ্দীন। তার গান শুনে দর্শক-শ্রোতাদের করতালিতে মুখরিত হয়ে ওঠে অডিটরিয়াম। তিনি একেরপর এক তিনটি গান। সর্ব শেষ গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী সাথী ও চুয়াডাঙ্গার কৃতীশিল্পী মামুন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন রুবাইয়া, মনিকা ও সংলাপ সাংস্কৃতি গোষ্ঠীর নৃত্য শিল্পীবৃন্দ।