স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাথাভাঙ্গা ব্রিজের ওপর থেকে ১০ লিটার বাংলা মদসহ কাশেম আলী নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই সিকদার মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল কাশেমকে বাংলা মদসহ গ্রেফতার করেন। কাশেম আলী যশোর মনিরামপুরের মৃত আজিজ মণ্ডলের ছেলে। গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।