কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের নাটুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি জমে থাকায় শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগ পোয়াতে হচ্ছে।
জানা গেছে, নাটুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখের অংশে বৃষ্টি হলে পানি জমে থাকে। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ চলাচল করায় কাঁদা সৃষ্টি হয়। ছাত্রছাত্রীরা অ্যাসেম্বিলি করতে পারে না। এর ফলে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা চরম ভোগান্তির শিকার হচ্ছে। এলাকার অভিভাবকেরা বিদ্যালয়ে মাটি ভরাটের দাবি জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন।