জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গতকাল বুধবার ভোরে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- উপজেলার রায়পুর গ্রামের মহম্মদ আলী মৃধার ছেলে রায়পুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান (৫০), হাসাদহ গ্রামের পনরসতির মসলেম আলীর ছেলে জামায়াতকর্মী ফজলুর রহমান (৩৪), প্রতাবপুর গ্রামের সালামত ব্যাপারির ছেলে আব্দুল মালেক (৩৩) ও আন্দুলবাড়িয়ার কিনু মণ্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (২১)। গ্রেফতারকৃতদেরকে গতকাল দুপুরেই চুয়াডাঙ্গা কারাগারে পাঠানো হয়েছে।
জীবননগর থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল রকিব খান জানান, ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ চলাকালে জীবননগরে পুলিশের কাজে বাধা দান, পুলিশের ওপর হামলা, ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।