মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার আনোয়ার পারভেজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর শহরের বক্ষব্যাধি ক্লিনিকের পেছনে অবস্থিত ডোম পট্টিতে অভিযান চালিয়ে ২ বোতল মদ উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
জানা যায়, মেহেরপুর শহরের বক্ষব্যাধি ক্লিনিকের পেছনে অবস্থিত ডোম পট্টিতে প্রায় ৩০ লিটার মদ আছে এমন গোপন সংবাদ পেয়ে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স অভিযান চালায়। এর আগেই মাদকব্যবসায়ীরা অধিকাংশ মদ সরিয়ে ফেলে। ওই সময় মাদক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স ২ বোতল মদ উদ্ধার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ডোম পট্টির হরি মণ্ডলের ছেলে রতন ডোমের নিকট থেকে দু হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিহাবউদ্দিন, মেহেরপুর সদর থানার এসআই রফিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এদিকে এর আগে মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স মেহেরপুর শহরের বেড়পাড়ায় অভিযান চালিয়ে মৃত মোসলেম আলীর স্ত্রী মলিনা খাতুনকে (৭০) পনের পুরিয়া হেরোইনসহ আটক করে। তাকে মেহেরপুর সদর থানা পুলিশে দেয়া হয়েছে।