ঝিনাইদহ অফিস: ঝিনাইহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে শের আলী (২৩) নামের এক বাংলাদেশি গরুব্যবসায়ীকে বিএসএফ আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোরে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। আটককৃত শের আলী মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের ওবাইদুল শেখের ছেলে।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আসাদুজ্জামান জানান, ভোররাতে ৮/১০ জন বাংলাদেশি কুসুমপুর সীমান্তের মেন পিলার ৬১/১৮’র পাশ দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় সীমান্তের জিরো লাইন থেকে ৩শ গজ ভেতরে ঢুকলে ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার ১৭৩ ব্যাটালিয়নের ফতেহপুর ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া করে। পরে বিএসএফ সদস্যরা শের আলীকে আটক করে ক্যাম্পে নিয়ে যান। বিজিবির পক্ষ থেকে আটক শের আলীকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে তিনি জানান।