মেহেরপুর অফিস: মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পরীক্ষার্থীরা আবারো পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে আসে। গতকাল মঙ্গলবার সকালের দিকে তারা মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি না মানা পর্যন্ত কেন্দ্রো ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তারা পরীক্ষা দেয়া বন্ধ রেখে বিক্ষোভ করবে। মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ফজলুল হক মন্টু জানান, গতকালের পরীক্ষায় তার ৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।