ঝিনাইদহ অফিস: অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী-পুরুষসহ ১০ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর উপজেলার সামন্তা সীমান্তের বাঁশবাড়িয়া গ্রামের মেহগনীবাগান থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের রোববার রাতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে দুজন নারী ও শিশু। আটককৃতদের সবার বাড়ি রাজবাড়ি জেলায় এবং তারা হিন্দু সম্প্রদায়ের লোক।
মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় বিজিবি তাদের আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।