স্টাফ রিপোর্টার: ঈশ্বরদীতে অপহরণের পর সাইফুল ইসলাম (৩২) নামে এক চাল ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ঈশ্বরদীর আলহাজ মোড় থেকে সাইফুলকে অপহরণ করে নিয়ে যায় একদল অজ্ঞাতনামা দুর্বৃত্ত। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুল ইসলাম ঈশ্বরদীর ভেলুপাড়া এলাকার আতিয়ার রহমান টিয়ার ছেলে।
এদিকে সাইফুলের লাশ হাসপাতালে রেখে যাওয়ার সময় তৌহিদ আলম শাওন (৩০) ও কমল কর্মকার (২৯) নামে দু অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি ধারালো ছুরি ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। আটক শাওন পাবনা সদরের গোপালপুর জেলেপাড়ার মৃত সুলতান আজমের ছেলে ও কমল একই এলাকার মাখন কর্মকারের ছেলে।