মাথাভাঙ্গা অনলাইন : সোমবার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিন দ্বিতীয় সেশনে ম্যাচটিতে বৃষ্টি হানা দিয়েছে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ে নামে মুশফিকুর রহিম। সিরিজের দ্বিতীয় এই টেস্টটিতে বৃষ্টি হানা দেয়ার আগে বাংলাদেশ ৫৪ দশমিক ৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করেছে। এক প্রান্তে ব্যাট করছেন মুশফিকুর রহিম (১৪) ও অন্য প্রান্তে সোহাগ গাজী (০)।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯৫ রান করেন ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ডের নেইল ওয়াগনার ১৩ ওভার বল করে দুটি উইকেট নেন
এদিকে, টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি থেকে পাঁচ রান দূরে থাকতে আউট হলেন তামিম ইকবাল।সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে ৯৫ রান করে নেইল ওয়াগনারের বাউন্সারে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশী এ ওপেনার। ১৫৩ বলে ১৭টি চারের সাহায্যে ৯৫ রান করেন তামিম।
বাংলাদেশের তামিম ৯৫, মার্শাল ৪১, এনামুল ৭, মমিনুল ৪৭ ও সাকিব ২০ রানে আউট হয়েছেন।