স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন স্থানে মোটরসাইকেল মিছিল ও পথসভা করেছেন। পথসভায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার আহুত ২৫ অক্টোবরের মহসমাবেশ বানচালের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। মিছিলে ছিলেন আজাদুল ইসলাম আজাদ ও আবু বক্কর সিদ্দিক বকুল প্রমুখ।