সাজানো মামলা প্রত্যাহার করা না হলে সমুচিত জবাব
চুয়াডাঙ্গার দর্শনায় গত ১০ অক্টোবর মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত রফিকুল ইসলামের মাগফেরাত কামনায় গত বৃহস্পতিবার ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কোরবানি, কবর জিয়ারত, দোয়া অনুষ্ঠান ও পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা শিবির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক, জেলা সেক্রেটারি ইউপি চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন, অ্যাড. মাসুদ পারভেজ রাছেল, শিবিরে জেলা সভাপতি হাফেজ বেলাল হোসাইন, জেলা সেক্রেটারি তরিকুল ইসলাম, মামুন রেজা, আমানউল্লাহ, শরীফুল ইসলাম প্রমুখ। দোয়া অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেন- দর্শনায় শান্তিপূর্ণ মিছিল ফেরত কর্মীদের ওপর গুলি চালিয়ে পুলিশ যে বর্বরতার পরিচয় দিয়েছে তার নিন্দার ভাষা আমাদের নেই।
বক্তারা ১১৪ গ্রামের সাড়ে ৬শ নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত সাজানো মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে জনগনকে সাথে নিয়ে তার সমুচিত জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করেন।