মাথাভাঙ্গা অনলাইন : ফরিদপুরে প্রাইভেটকারের ধাক্কায় ঝিনাইদহ র্যাব-৬ এর এসআই ফারুক খান (৪৫) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আবু তাহের আহত হন। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক রাজবাড়ি সদর উপজেলার মূলঘর গ্রামরে মোয়াজ্জেম খানের ছেলে।
ফরিদপুরের ট্রাফিক সার্জেন্ট তুহিন লস্কর জানান, ঝিনাইদহ র্যাব-৬ এ কর্মরত এসআই ফারুক খান ঈদের ছুটিতে তার গ্রামের বাড়ি রাজবাড়িতে এসেছিলেন। ছুটি শেষে মোটরসাইকেলে ঝিনাইদহ যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবরামপুর এলাকায় একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।