ঝিনাইদহ জেলা সদরের মধুহাটী গ্রামে কবির হোসেন (২৫) নামে এক ব্যাক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে প্রকাশ্যে মধুহাটী গ্রামের জামতলা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। নিহত কবির হোসেন মধূহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
ঝিনাইদহ বাজার গোপালপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান হোসেন জানান, কবির সকাল সাড়ে ১০টার দিকে চান্দুয়ালী বাজারে যাচ্ছিলেন। পথে জামতলা এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী কবিরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে নেয়।
পুলিশের ধারণা, চাঁদাবাজি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, কবির এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
স্থানীয় লোকজন জানান, কবির গত ১৪ জুলাই সদর উপজেলার বড়বাড়ি গ্রামের শহিদুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ওই ঘটনার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।