মাথাভাঙ্গা মনিটর: অর্থনীতিবিজ্ঞানে অবদানের জন্য এ বছর নোবেল স্মৃতি পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিক ইউজিন ফামা, লার্স পিটার হ্যান্সেন ও রবার্ট শিলার। রাজকীয় সুইডেনীয় বিজ্ঞান একাডেমী গতকাল সোমবার সম্পত্তির মূল্যের প্রায়োগিক বিশ্লেষণ নিয়ে গবেষণার জন্য ওই তিন মার্কিনকে অর্থনীতিশাস্ত্রের নোবেল বলে খ্যাত এ স্মৃতি পুরস্কারে ভূষিত করেছে। নোবেল পুরস্কার কমিটি ইতোমধ্যে ২০১৩ সালের ছয়টি পুরস্কার ঘোষণা করেছে। এ জন্য ১২ কোটি ডলারের পুরস্কার দেয়া হবে। অর্থনীতিবিজ্ঞানের এ পুরস্কার আসলে নোবেল পুরস্কার নয়। তবে এটিকে অর্থশাস্ত্রের নোবেল বলে গণ্য করা হয়। এটি ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেলের স্মৃতিতে দেয়া একটি পুরস্কার। প্রতিবছর চিকিত্সাবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। সুইডেনের বিজ্ঞানী শিল্পপতি আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে এ পুরস্কার প্রবর্তন করেন। ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক অর্থশাস্ত্রে গবেষণার জন্য আলফ্রেড নোবেলের স্মরণে এ স্মৃতি পুরস্কারটি চালু করে। এসভেরিজেস রিক্সব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস বা অর্থনীতিবিজ্ঞানে সুইডেনীয় কেন্দ্রীয় ব্যাংক পুরস্কারকে এখন অর্থশাস্ত্রে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার হিসেবে গণ্য করা হয়।