স্টাফ রিপোর্টার: লালমনিরহাটের হাতিবান্ধার বনচৌকি সীমান্তে এক বাংলাদেশি যুবকককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। গতকাল শনিবার সকালে সাড়ে আটটায় বনচৌকি সীমান্তের ৯০৭/৫ সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহিনুর (২৫)। সে হাতিবান্দা উপজেলার পূর্ব আমজোল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বিজিবি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটায় বাংলাদেশি যুবক শাহীনুর বনচৌকি সীমান্তের ৯০৭/৫ পিলারের কাছে গেলে ভারতের ২১ বিএসএফ ব্যাটালিয়ন বনগাঁও ক্যাম্পের সদস্যরা বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়। পরে তার সাথে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। লালমনিরহাট ১৫ বিজিবির অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হবে। এদিকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১২৪ বসকোঠাল ক্যাম্পের ৮/১০ জনের বিএসএফ সদস্য অবৈধভাবে উপজেলার খলিশাকোঠাল গ্রামের জিরো লাইন থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দু নারীসহ এক বৃদ্ধকে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত আটটার দিকে।