মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর জনকল্যাণ ক্লাবের উদ্যোগে আশরাফপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত আশরাফপুর ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা শেষে এ টু জেড কোচিং ইসলামপুর সেমিফাইনালে উঠেছে। গতকাল শনিবার অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় এ টু জেড কোচিং ইসলামপুর টাইব্রেকারে ৩-০ গোলে মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর যুবচাষি ক্লাবকে পরাজিত করে। এর আগে খেলাটি গোলশূন্য ড্র থাকে। খেলাটি পরিচালনা করেন আনারুল ইসলাম। তাকে সহযোগিতা করেন আইনাল হক ও আব্দুস সামাদ। খেলায় ধারাভাষ্য দেন সহকারী শিক্ষক রুহুল আমিন।