দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ অভিযুক্ত মাদকসম্রাট রবিন ও জয়কে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা সরকারি কলেজের পেছনে অভিযান চালান। পুলিশ সেখান থেকে দর্শনা পৌর শহরের ইসলাম বাজারপাড়ার আবু সিদ্দিকের ছেলে রবিন (২৫) ও একই পাড়ার বাচ্চুর ছেলে জয়কে (২১) গ্রেফতার করে। পুলিশ গ্রেফতারকৃতদের দেহ তল্লাশি চালিয়ে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় রবিন ও জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।