বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরে হাসনহাটি গ্রামের সাত বছরের শিশু সন্তান শিরিনা খাতুন পুকুরের পানিতে ডুবে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে পুকুর থেকে তার ভাসমাণ্য লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামের আজিমুদ্দিনের মেয়ে প্রথম শ্রেণির ছাত্রী শিরিনা খাতুন (৭)। পরিবারের লোকজনের অজান্তে কখন সে পুকুরে নামে তা কেউ বলতে পারেনি। দুপুর ১টার দিকে প্রতিবেশি ছলিম মালিতার পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। শিশু শিরিনার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাত সাড়ে ৭টায় পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।