স্টাফ রিপোর্টার: সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার আবারও সুযোগ এসেছে নিবন্ধন করা কিছু শ্রমিকের জন্য। দেশটি চতুর্থ ধাপে ৬৭৯টি ভিসা পাঠিয়েছে। গত বুধবার এসব ভিসা জনশক্তি রফতানি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) হাতে এসেছে। বিএমইটি’র দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যাদের ভিসা এসেছে, বিএমইটিতে তাদের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেয়াসহ প্রবাসীকল্যাণ ব্যাংকে যাতায়াত খরচ জমা দিতে বলা হয়েছে। এরপর শ্রমিকরা কোন এয়ারলাইনসে মালয়েশিয়া যাবেন ও কবে যাবেন সেটা জানিয়ে দেয়া হবে। বনায়ন খাতে করা এ তালিকা থেকে প্রথম দফায় ১০ হাজার কর্মী পাঠানোর কথা থাকলেও গত আট মাসে গেছেন মাত্র ৪৫৫ জন। উল্লেখ্য, দীর্ঘ কূটনৈতিক যোগাযোগের পর মালয়েশিয়া গত বছরের নভেম্বরে শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দু দেশের মধ্যে সরকারিভাবে কর্মী নিয়োগে সমঝোতা স্মারক সই হয়। এরপর সরকার সারা দেশব্যাপি মালয়েশিয়া গমনেচ্ছুকদের নাম নিবন্ধন করায়। বিএমইটি সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জনের নিবন্ধন করা হয়। নিবন্ধিত কর্মীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১১ হাজার ৭৫৮ জনকে নির্বাচিত করা হয়, যার মধ্যে মালয়েশিয়া গেছেন মাত্র ৪৫৫ জন।