জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় হাঁটু পানিতে একাকার হয়ে পড়ে। বিদ্যালয়মাঠ সংলগ্ন গর্তটি পানিতে ভরে গিয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি হয়। বৃষ্টির জমে থাকার পানির কারণে একদিকে যেমন ছাত্র-ছাত্রীদের চলাচল ও খেলাধুলায় অসুবিধার সৃষ্টি হয়। অন্য দিকে বিদ্যালয়ের ভেতরে অবস্থিত উপজেলা রিসোর্স সেন্টারে যেতে কর্মকর্তা ও শিক্ষকদের ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘদিন ধরে স্কুলটির এ অবস্থা বিরাজ করায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্যের দৃষ্টি কামনা করা হয়। তিনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন পার হয়ে গেলেও এ প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন হয়নি। জীবননগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্কুল দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ে বর্তমানে সাড়ে ৬শ ৫৪ জন ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। এছাড়াও এ বিদ্যালয়ের ভেতরে রয়েছে উপজেলা রিসোর্স সেন্টার। রিসোর্স সেন্টারে প্রতিদিন সভাসমাবেশ হয়ে থাকে। ফলে কর্মকর্তা এবং শিক্ষকদের হরহামেশা সেখানে যাতায়াত করতে হয়। দীর্ঘদিন ধরে এ স্কুল মাঠটির কোনো সংস্কার কাজ হয়নি। স্কুলমাঠটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই সেখানে হাঁটু পানি জমে যায়। এছাড়াও স্কুলমাঠ সংলগ্ন গর্তটি বৃষ্টির পানিতে ভরে গিয়ে মারাত্মক রূপ ধারণ করে।
দৌলৎগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে একটু বৃষ্টিতেই হাঁটু পানি : এমপির প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই
