ঝিনাইদহে এক যুবক খুন

ঝিনাইদহে সাজ্জাদ হোসেন সবুজ (২৯) নামে এক যুবক খুন হয়েছে। নিহত যুবক শহরের কাঞ্চননগর পাড়ার শহীদুল ইসলামের পুত্র।

 

নিহতের চাচা ও বাস-মিনবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বাটুল মোল্লা জানান, মঙ্গলবার সন্ধ্যায় তার ভাতিজাকে রাজীব ও উক্তি নামে ২ ব্যক্তি ডেকে নিয়ে যায়। এরপর থেকে সাজ্জাদকে আর পাওয়া যায়নি। রাত ৯ টার দিকে জানতে পারে সাজ্জাদ ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎাধীন অবস্থায় আছে। এর পরে সে মারা যায়।

 

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দীন জানান, কে বা করা সাজ্জাদকে মাজায় ও মাথায় আঘাত করে ঝিনাইদহের লাউদিয়া নামক স্থানে ফেলে রেখে যায়।। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।