মুজিবনগর নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টে রামনগর একাদশ জয়ী

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দারিয়াপুরের নাইটবার্ড ক্লাব ফুটবলের কোয়ার্টার রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নাইটবার্ড ফুটবল টুর্নামেন্টে দারিয়াপুর ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় মুজিবনগর উপজেলার রামনগর একাদশ ৩-১ গোলে দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস একাদশকে পরাজিত করে। সোহেল, জোমা ও হালিম ১টি করে গোল করে।  রেফারির দায়িত্ব পালন করেন মতিউর রহমান মতি, সহকারী সাবান মাহাম্মদ ও জাকির হোসেন।