মাথাভাঙ্গা অনলাইন : আগামী বৃহস্পতিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে বলে জানিছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আফছারুল আমীন।এছাড়া নতুন করে আগামী নভেম্বর প্রাক-প্রাথমিকে সাড়ে সাত হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে নিজ দফতরে সাবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, গত ১২ এপ্রিল অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় বৈধ প্রার্থীর সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ৮৭০ জনের মধ্যে নয় লাখ ৩২ হাজার ৫২৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
তিনি জানান, এবারে সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৮৫৮ জনকে নিয়োগের জন্য গত বছরের ১৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ২০ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছিলেন ৩৩ হাজার ২৩৩ জন। তাদের গত ৪ আগস্ট মৌখিক পরীক্ষা গ্রহণ সম্পন্ন করা হয়।
মন্ত্রী বলেন, সব জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে মৌখিক পরীক্ষার ফল পাওয়া গেছে। এর আগে গত মাসে ফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু কিছু কিছু জেলার মৌখিক পরীক্ষার ফলাফল দেরিতে আসার কারণে গত মাসে ফল প্রকাশ করা যায়নি