স্টাফ রিপোর্টার: দু দফা দাবি আদায় না হওয়ায় সারাদেশে ফাইনাল পরীক্ষা বর্জন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে এ তথ্য করেছেন আন্দোলনের সমন্বয়ক ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্র হৃদয় ইসলামতিনি জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা বর্জন করা হয়েছে। আমরা সফল্যের সাথে পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছি। ন্যায্য দাবি আদায়ে শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তিনি বলেন, প্রথম দিকে কিছু শিক্ষার্থী পরীক্ষা দিতে চাইলেও পরে তারা ভুল বুঝতে পেরে আন্দোলনে যোগ দেন। উল্লেখ্য, গত সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এক মানববন্ধন কর্মসূচিতে ঘোষণা দেন, উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ ও বৃত্তি এবং ভাতা বৃদ্ধির লিখিত গেজেট না পেলে মঙ্গলবারের ফাইনাল পরীক্ষা বর্জন করবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন- ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীবৃন্দ। আন্দোলন থেকে আজ বুধবারের পরীক্ষা বর্জনেরও আহ্বান জানানো হয়।