আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে গতকাল মঙ্গলবার উপজেলা মৎস্য অফিসের উদ্দ্যেগে জেলেদের পরিচয়পত্র প্রদান ও নিবন্ধন বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিল্লুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু ও ওসি (তদন্ত) নাজমুল হক। মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, মাও. আব্দুল কাদের, ইউছুপ আলী, নজরুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু তালেব, জেলা সার্ভেয়ার কর্মকর্তা আতাউর রহমান, সাবেক মৎস্য কর্মকর্তা মীর আ. হামিদ চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আ. সাত্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরে সফুরা ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি খন্দকার হামিদুল ইসলাম আজম, চাষি ফারুক হোসেন প্রমুখ।