সরকারি কর্মচারীদের ২০ ভাগ মহার্ঘ ভাতার প্রজ্ঞাপণ জারি

 

মাথাভাঙ্গা অনলাইন:

মূল বেতনের ২০ ভাগ হারে মহার্ঘ ভাতা বাড়নো হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। সোমবার সকালে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন শাখা থেকে এ বিভাগের অতিরিক্ত সচিব এমদাদুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।

জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানসমূহের সকল কর্মকর্তা-কর্মচারী এ মহার্ঘ ভাতা পাবেন।

এ ছাড়া সামরিক বাহিনীর সকল সদস্য অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের ২০ ভাগ হারে এই মহার্ঘ ভাতা পাবে।